নিজস্ব প্রতিবেদক : সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। ২১ জুলাই সোমবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে কৃষক নেতা কমরেড মহিবুল্লাহ মোড়ল এর শোকসভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যূরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ,শোকসভায় সঞ্চালনা করেন জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন। শোকসভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক,শ্রমিক নেতা আবুল হোসাইন,খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু,এডভোকেট জোবায়েদা পারভিন, কমরেড কিশোর রায়,কমরেড তৌহিদুর রহমান, কমরেড মূর্শিদা আখতার নাহার, কমরেড শিউলি শিকদার,কমরেড শাহানা ফেরদৌসি লাকী, কমরেড মোজাম্মেল হক ফিরোজ, কমরেড আব্দুল আহাদ মিনার, কমরেড অতুলন দাস আলো সহ প্রমুখ। শোকসভায় বক্তারা আরো বলেন, দেশে এখন কমরেড মহিবুল্লাহ মোড়লের মতো সংগ্রামী মানুষের খুব প্রয়োজন কিন্তু মরণব্যাধি ক্যান্সারের কারণে তিনি অকালেই চলে গেলেন।
বক্তারা বলেন কৃষক নেতা মহিবুল্লাহ মোড়ল ছাত্র,যুব,কৃষক সহ রাজনীতির সকল পর্যায়ে সংগ্রামী কর্মী। রাজনীতি করেছেন সাতক্ষীরার বৈরী সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করে। বক্তারা বলেন,দেশ আজ সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের শিকার রাশেদ খান মেননের মতো সাহসীর নেতার হাত পিঠমোড়া বাঁধা দেশও সংকটময় স্বাধীনতা বিপন্ন। বক্তারা বলেন, সংকট উত্তরণে সকল শ্রেণি পেশার ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। বক্তারা বলেন আমাদের কে স্বাস্থ্য সচেতন হবে এবং বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে হবে।