সাভারে এক বছর আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ। গত বছরের ৩ আগস্ট হেমায়েতপুরের এম ই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় তারা কারখানার নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করলেও, দীর্ঘ এক বছর ধরে হত্যাকাণ্ডের মূল রহস্য অমীমাংসিত ছিল।
রবিবার (২১ সেপ্টেম্বর) সাভার সার্কেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুর কবির এই চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুলিশ গত শনিবার মানিক মোল্লা নামে এক খুনিকে গ্রেফতার করে। পরবর্তীতে মানিক মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত আরও তিনজনকে, যাদের নাম ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম এবং হৃদয় আহমেদ, তাদেরকেও গ্রেফতার করা হয়।
এএসপি শাহিনুর কবির আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের তদন্তে জানা গেছে, মূলত ডাকাতির উদ্দেশ্যেই ডাকাতদলটি কারখানায় প্রবেশ করেছিল। তবে ডাকাতি করতে ব্যর্থ হয়ে তারা নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোঃ নজরুল ইসলাম (খোকন) :
সাভারে এক বছর পর ডাকাতিরহস্য উন্মোচন: নিরাপত্তাকর্মী হত্যায় ৪ জন গ্রেফতার
Tag :
জনপ্রিয়









