নির্বাচন কমিশন কর্তৃক সম্প্রতি ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, এই দুটি ইউনিয়নকে ঢাকা-১৯ আসন থেকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, যার বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয়রা।
১৩ আগষ্ট (বুধবার) সকালে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এই কর্মসূচিতে কয়েকশ’ মানুষ হাতে হাত ধরে অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন। তারা ঢাকা-১৯ আসনেই থাকতে চান এবং ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত হতে রাজি নন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সকল স্তরের মানুষ ঢাকা-১৯ আসনের অংশ হিসেবেই থাকতে চায়। তাদের মতে, ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত হলে তাদের দুর্ভোগ বাড়বে।একজন বক্তা বলেন, “আমরা সারা জীবন ঢাকা-১৯ আসনে ছিলাম ও ভবিষ্যতেও থাকতে চাই।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি মানা না হলে ঢাকা-আরিচা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক এবং বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করা হবে। তাদের মতে, এই দুটি ইউনিয়নকে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করা হলে প্রায় সাত লাখের বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হবে।
এই প্রতিবাদ কর্মসূচিতে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং সাবেক সদস্য সচিব মনিরুল হক মেম্বার বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে ঢাকা-১৯ আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া কয়েক বছর আগে শুরু হয়েছিল। সম্প্রতি এর খসড়া প্রকাশিত হলে, এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদনও করা হয়েছে।