ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়ন পরিষদে আজ ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, পানি-নিষ্কাশন ও জনসাধারণের দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণই ছিল এ সভার মূল উদ্দেশ্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ সেলিম রেজা। সভার সভাপতিত্ব করেন ইউনিয়নের সচিব জনাব মোঃ মাসুদ করিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস কামরুন নাহার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং জনাব আরিফুর রহমান, ৫ নং ওয়ার্ডের সদস্য।
উপস্থিত বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সরাসরি অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ওয়ার্ড সভা মানুষের মতামত গ্রহণ ও সমস্যা সমাধানের পথকে আরও সুদৃঢ় করবে।