সাভারের ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এক কিশোরকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং সদস্যরা।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি )রাতে উলাইল বাজার টু কর্ণপাড়া রাস্তায় ডিপজল এর বাড়ির পিছনে ফাঁকা জায়গায় রাস্তার এই ঘটনা ঘটে।
আহত মোঃ মারুফ (২৪), , সাং- তালুকসাড়া, ইউ/পি-কান্দি, খানা-পীরগাছা, জেলা-রংপুর মোঃ শরীফ এর ছেলে।
জানা গেছে, কয়দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন হুমকী প্রদান করে আসিতেছিল। সংঘর্ষকে করে সোমবার রাতে উলাইল বাজার টু কর্ণপাড়া রাস্তায় ডিপজল এর বাড়ির পিছনে ফাঁকা জায়গায় রাস্তার সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ কিশোর গ্যাং সদস্যরা। পায়ের রানের রগ কাটা গুরত্বর রক্তাক্ত জখম করে। আহত মোঃ মারুফ কে স্থানীয় হাসপাতালে নিলে তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
আসামী হলো:মাহাদী,ইমন,আব্দুল্লাহ,সম্রাট,বিপ্লব,বিশাল,মামুন,আবির,শিহাব,
আহত ভগ্নিপতি মোঃ সাখাওয়াত ওরফে শুভ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ায় কিশোর গ্যাং সদস্য সাথে। ওই সময় মাহাদী (১৯) নামের এক কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে ৩০-৪০ জন কিশোর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারুফ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
সাভার মডেল থানা উপ পরিদর্শক জাকির আল আসোন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।