০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মো: নজরুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার ;

সাভারের দুটি ইউনিয়ন ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত ০৪:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

২৪ আগষ্ট (রবিবার) ঢাকার সাভার উপজেলার দুই ইউনিয়নকে (বনগাঁও ও বিরুলিয়া) ঢাকা-২ আসনে (কেরানীগঞ্জ) অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। এতে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

নির্বাচন কমিশন কর্তৃক সাভারের দুটি ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনের সাথে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। অবরোধকারীরা মহাসড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের ইউনিয়নগুলোকে আগের মতো ঢাকা-১৯ আসনেই বহাল রাখার দাবি জানান।

সরেজমিনে দেখা যায়, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্নাসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
বিক্ষোভকারীরা বলেন, সাভারের ইউনিয়নগুলোকে ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করা হলে প্রশাসনিক ও ভৌগোলিকসহ নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। তারা এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :
জনপ্রিয়

৩৬ টি শীর্ষ শুন্য পদ এখন ও খালি এলজিইডি তে স্থবিরতা

মো: নজরুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার ;

সাভারের দুটি ইউনিয়ন ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রকাশিত ০৪:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

২৪ আগষ্ট (রবিবার) ঢাকার সাভার উপজেলার দুই ইউনিয়নকে (বনগাঁও ও বিরুলিয়া) ঢাকা-২ আসনে (কেরানীগঞ্জ) অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। এতে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

নির্বাচন কমিশন কর্তৃক সাভারের দুটি ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনের সাথে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। অবরোধকারীরা মহাসড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের ইউনিয়নগুলোকে আগের মতো ঢাকা-১৯ আসনেই বহাল রাখার দাবি জানান।

সরেজমিনে দেখা যায়, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্নাসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
বিক্ষোভকারীরা বলেন, সাভারের ইউনিয়নগুলোকে ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করা হলে প্রশাসনিক ও ভৌগোলিকসহ নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। তারা এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন শেষে যান চলাচল স্বাভাবিক হয়।