খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিস এখন নকল নবীশের হাতে জিম্মি হয়ে পড়েছেন তার সাথে জিম্মি হয়ে পড়েছেন ক্রেতা বিক্রেতারা ক্ষমতার অপব্যবহার করে সাব রেজিস্ট্রারকে কোন তোয়াক্কা না করে পুরো খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিস নিজের সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছেন নকল নবীশ রাসেল
৫ই আগষ্ট ক্ষমতাশীল দল আওয়ামী লীগের পতনের পর কিছু সময়ের জন্য গা ঢাকা দিয়েছিলেন নকল নবীশ রাসেল কিন্তুু দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারো ফিরে আসেন তার সাম্রাজ্য কায়েম করার জন্য খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে এরকম কথা বলেন খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের নাম না বলা এক দলিল লেখক
নকল নবীশ রাসেলের এক সময় কঠিন সময় পার করতেন তার পরিবার নিয়ে বসবাস করতেন তেজগাঁও এক বস্তিতে তার বাবা মো. আলাউদ্দিন তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা পোলিকন টেক ফ্যাক্টরিতে অফিস সহায়ক পদে চাকরি করতেন কোন রকম চলতো তাদের সংসার জীবন পরে স্থানীয় নেতাদের সাথে হাত মিলিয়ে তার সাম্রাজ্য কায়েম করার জীবন শুরু করেন দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের জিম্মি করে ভয়-ভীতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। নকল নবিশ রাসেল দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের সঙ্গে স্থানীয় নেতাদের মীমাংসার কথা বলেও অর্থ আদায় করে বলে অভিযোগ রয়েছে।
রাসেলের দুর্নীতির মধ্যে একটি হয় রেজিস্ট্রিতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন রকমের কৌশলে টাকা আদায়। রেজিস্ট্রি অনিয়মগুলো হয় মূলত- খাস জমি কে বানান মালিকানা, নাল জমিকে বানান বসত ভিটে, বসত ভিটেকে বানান নাল, সিটি কর্পোরেশনকে বানান পৌরসভা ও ইউনিয়ন, এভাবেই সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দুর্নীতি করে যা দেশের জন্য অনেক ক্ষতিকর এবং অপরাধ যা চোঁখের পলকে করে ফেলেন নকল নবীশ রাসেল
এবং কি নকল নবীশ রাসেল তার তার নিজের ক্রয় করা জমিতে দাম কম দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে আফতাব নগরে ৩ কাঠা জমির মূল্য আসে ৪কোটি( চার কোটি টাকার) বেশি অথচ সেই জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ১৫,৬০,০০০/- টাকা। শুধু তাই নয় মাজে মধ্যে তার পরিচিত কোন ব্যাক্তি জমি ক্রয় করলে ও সেই জমির সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে জোর করে রেজিস্ট্রি করে নেন তিনি
এসকল অপরাধমূলক কর্মকান্ড করে নিজের স্ত্রী লাকির নামে গুলশান লিঙ্ক রোড নাভানা টাওয়ারে রয়েছে একাধিক ফ্ল্যাট এবং বেনাম রয়েছে অবৈধ সম্পদে পাহাড় যা আজও দুদকের অজানা
নাম না বলা খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মচারী বলেন ২০২২ সালে তেজগাঁও অফিসে থাকার সময় নকল নবীশ রাসেলের বিরুদ্ধে ১টি অভিযোগ হয় আইজি আর অফিস বরাবর পরে মোটা অংকের ঘুষ দিয়ে তা ধামাচাপা দেন রাসেল
এত অপরাধ করার পরেও বহাল তবিয়্যতে রয়েছে খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ নকল নবীশ রাসেল।