চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে চারটায় মিরসরাই উপজেলা সদরের দক্ষিণ পার্শ্বে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান স্বদেশ বিচিত্রাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তৃতীয় লিঙ্গের ছয় ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় পাঁচ জনের কাছে ২ হাজার করে ও একজনের কাছে ১৫শ সহ মোট সাড়ে এগারো হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ছয় জনের নাম-ঠিকানা জানতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।