০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে চকরিয়ার ওসির কাছে চাঁদাদাবী, যুবক গ্রেফতার

  • প্রকাশিত ০৯:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাদাবী ও ভয়ভীতি প্রদর্শন করায় মনছুর আলম মুন্না (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ভোর ৫টার দিকে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়েছে। ওই মামলায় আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতার মুন্না রামু উপজেলার গর্জনিয়া বড়বিল এলাকার আবদুস সালামের ছেলে। জানা যায়, মঙ্গলবার মনছুর আলম মুন্না নামে এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবহৃত মোবাইল (০১৮১৬৯৪৬১৫৭) থেকে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন কথা উল্লেখ করে একটি সংবাদ প্রস্তুত করার কথা বলে মেসেজ পাঠায়। পরবর্তীতে উক্ত মিথ্যা সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মনছুর আলম মুন্না নামে ওই যুবক একাধিক ম্যাসেজ এর মাধ্যমে কৌশলে আমার কাছ থেকে চাঁদা দাবী করে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশের হুমকি দেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফি আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেন। ##

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

সাংবাদিক পরিচয়ে চকরিয়ার ওসির কাছে চাঁদাদাবী, যুবক গ্রেফতার

প্রকাশিত ০৯:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

 

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাদাবী ও ভয়ভীতি প্রদর্শন করায় মনছুর আলম মুন্না (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ভোর ৫টার দিকে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়েছে। ওই মামলায় আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতার মুন্না রামু উপজেলার গর্জনিয়া বড়বিল এলাকার আবদুস সালামের ছেলে। জানা যায়, মঙ্গলবার মনছুর আলম মুন্না নামে এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবহৃত মোবাইল (০১৮১৬৯৪৬১৫৭) থেকে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন কথা উল্লেখ করে একটি সংবাদ প্রস্তুত করার কথা বলে মেসেজ পাঠায়। পরবর্তীতে উক্ত মিথ্যা সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মনছুর আলম মুন্না নামে ওই যুবক একাধিক ম্যাসেজ এর মাধ্যমে কৌশলে আমার কাছ থেকে চাঁদা দাবী করে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশের হুমকি দেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফি আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেন। ##