০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টারঃ সাইফুল খান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

  • প্রকাশিত ০১:৫৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১’আগস্ট) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার চত্বরে কাশিয়ানী উপজেলার সম্মিলিত সাংবাদিবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় জারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আরও বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলার প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না এবং সঞ্চলনা করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী ওমর, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ইমরান শেখ, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ হোসেন সিজু, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আবু তলেব চৌধুরী, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল হাসান, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও দৈনিক কালবেলা পত্রিকার কাশিয়ানী- মুকসুদপুর প্রতিনিধি মিল্টন খান, সিনিয়র সহ-সভাপতি রায়হান মুন্সি জসিম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক পান্নু সিকদার, নেওয়াজ আহম্মেদ পরশ, কাশিয়ানী সংবাদ পরিষদে গিয়াসউদ্দিন গালিব, সাংবাদিক পরোশ উজির, সাংবাদিক ফায়েকুজ্জামান, সাংবাদিক এসএম জামান, সাংবাদিক সোহান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি লিটন শিকদারসহ অনান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং গত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পুর্ণ করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয়

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরাও সহযোদ্ধা

স্টাফ রিপোর্টারঃ সাইফুল খান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

প্রকাশিত ০১:৫৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১’আগস্ট) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার চত্বরে কাশিয়ানী উপজেলার সম্মিলিত সাংবাদিবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় জারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আরও বলেন, সরকারকে দেশের সকল পেশাদার সাংবাদিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলার প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না এবং সঞ্চলনা করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী ওমর, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ইমরান শেখ, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ হোসেন সিজু, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আবু তলেব চৌধুরী, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান, দৈনিক ঢাকা টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল হাসান, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও দৈনিক কালবেলা পত্রিকার কাশিয়ানী- মুকসুদপুর প্রতিনিধি মিল্টন খান, সিনিয়র সহ-সভাপতি রায়হান মুন্সি জসিম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক পান্নু সিকদার, নেওয়াজ আহম্মেদ পরশ, কাশিয়ানী সংবাদ পরিষদে গিয়াসউদ্দিন গালিব, সাংবাদিক পরোশ উজির, সাংবাদিক ফায়েকুজ্জামান, সাংবাদিক এসএম জামান, সাংবাদিক সোহান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি লিটন শিকদারসহ অনান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করেছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং গত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পুর্ণ করার দাবি জানান। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন।