০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মঞ্জুর হোসেন ঈসা

সাংবাদিক ও শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকতে হবে

  • প্রকাশিত ০৪:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, সাংবাদিক ও শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকতে হবে। কারণ এই দুইটি প্রতিষ্ঠান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষক যদি রাজনীতি করে তখন তার কাছ থেকে কখনও কোন ভালো ফলাফল আশা করা যায় না। আমরা বিগতদিন দেখেছি একজন শিক্ষক শিক্ষকের চেয়ে দলীয় সংকীর্ণতায় নিজেকে দলকানা করে ফেলেছিলেন। কোন এক বিশ্ববিদ্যালয়ের ভিসি দম্ভ করে বলেছিলেন আমি ভিসি থেকে যুবলীগের সভাপতির পদ স্বাচ্ছন্দবোধ করি। এভাবে শিক্ষকদেরকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছিলেন। ৫ই আগস্ট স্বৈরাচার পতন আন্দোলনের পর রাতারাতি অনেক শিক্ষক ও সাংবাদিক ভোল্ড পাল্টাতে শুরু করেছেন। আমার মনে হয় সাংবাদিক ও শিক্ষকদের কোন রাজনীতি করা উচিত নয়। তারা সব সময় রাজনীতির উর্ধে থেকে সকলের হৃদয়ে থাকবেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও অন্যান্য মানবাধিকার সংগঠন আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সংস্কার করতে হবে। সদ্য পদত্যাগকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে একটি ভোটারবিহীন সরকারকে ৪১ হাজার কোটি টাকা দিলো সেই বিষয়ে তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এদেশে গুম-খুনের রাজনীতি আর চলবে না। আয়নাঘর ভেঙ্গে তছনছ করে দিতে হবে। সেখানে যারা বছরের পর বছর মৃত্যুর সাথে লড়াই করছে তাদেরকে মুক্ত করতে হবে। দেশের প্রত্যেকটি সেক্টরের জঞ্জাল সরাতে হবে। আর এই জন্য প্রয়োজন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান জার্নালিস্ট সোসাইটির সভাপতি সাংবাদিক নেতা জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, নারী যাত্রী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, সাংবাদিক নেতা তাজুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

মঞ্জুর হোসেন ঈসা

সাংবাদিক ও শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকতে হবে

প্রকাশিত ০৪:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, সাংবাদিক ও শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকতে হবে। কারণ এই দুইটি প্রতিষ্ঠান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষক যদি রাজনীতি করে তখন তার কাছ থেকে কখনও কোন ভালো ফলাফল আশা করা যায় না। আমরা বিগতদিন দেখেছি একজন শিক্ষক শিক্ষকের চেয়ে দলীয় সংকীর্ণতায় নিজেকে দলকানা করে ফেলেছিলেন। কোন এক বিশ্ববিদ্যালয়ের ভিসি দম্ভ করে বলেছিলেন আমি ভিসি থেকে যুবলীগের সভাপতির পদ স্বাচ্ছন্দবোধ করি। এভাবে শিক্ষকদেরকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছিলেন। ৫ই আগস্ট স্বৈরাচার পতন আন্দোলনের পর রাতারাতি অনেক শিক্ষক ও সাংবাদিক ভোল্ড পাল্টাতে শুরু করেছেন। আমার মনে হয় সাংবাদিক ও শিক্ষকদের কোন রাজনীতি করা উচিত নয়। তারা সব সময় রাজনীতির উর্ধে থেকে সকলের হৃদয়ে থাকবেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও অন্যান্য মানবাধিকার সংগঠন আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সংস্কার করতে হবে। সদ্য পদত্যাগকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে একটি ভোটারবিহীন সরকারকে ৪১ হাজার কোটি টাকা দিলো সেই বিষয়ে তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এদেশে গুম-খুনের রাজনীতি আর চলবে না। আয়নাঘর ভেঙ্গে তছনছ করে দিতে হবে। সেখানে যারা বছরের পর বছর মৃত্যুর সাথে লড়াই করছে তাদেরকে মুক্ত করতে হবে। দেশের প্রত্যেকটি সেক্টরের জঞ্জাল সরাতে হবে। আর এই জন্য প্রয়োজন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান জার্নালিস্ট সোসাইটির সভাপতি সাংবাদিক নেতা জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, নারী যাত্রী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, সাংবাদিক নেতা তাজুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।