সত্যের পথে চলে যে কলম,
অন্যায় দেখে তোলে যে আলম।
মানুষের দুঃখে খুঁজে সমাধান,
অভিযোগে আনে ন্যায়ের আহ্বান।
অন্ধকার ভেদে আলো দেখায়,
দুর্নীতি, ভয়—সব সত্য শোনায়।
জনগণের কণ্ঠে শক্তি জোগায়,
অধিকার রক্ষায় সামনে দাঁড়ায়।
গ্রামে শহরে খুঁজে খবর,
মানুষের কথা তোলে অবিরত।
সামাজিক কাজে সেতু গড়ে,
সত্যের মশাল হাতে ধরে।
সাংবাদিক মানে সবার আপন,
অন্যায়ের বিপক্ষে তারই ঘোষণা।
মানুষকে দেয় আশা-ভরসা,
সাংবাদিকতা তাই মানবতা।








