০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
------ মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ

সদা চলে স্বপ্ন চাষ

  • প্রকাশিত ১২:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

যেখানে স্বপ্ন ছিল,
ছিল স্বপ্নের জাগরণ।
মানুষ যেখানে ফেলেছে নিঃশ্বাস
নীলাম্বরী সাজে উদোম আকাশ,
নিত্যদিন যেখানে জাগে
আনন্দ উচ্ছ্বাসের শিহরণ।

যেখানে স্বপ্ন ছিল,
স্বপ্নের ঢেউ দেয় গর্জন।
শ্যামলীমা পাহাড় চুড়ো বেয়ে
বুক ছিঁড়ে লাল মৃত্তিকা নেয়ে,
ঝর্ণার জল করে ছলছল
কর্ণে তুলে সুর অগণন।

যেখানে স্বপ্ন ছিল,
ছিল স্বপ্নের ভালবাসা।
গভীর প্রেমের বিন্দু রেখা
হৃদয় দিয়ে হৃদয় দেখা,
প্রেমের দুয়ারে মিশেছে এসে
যত স্বপ্ন, আর স্বপ্নের আশা।

যেখানে স্বপ্ন ছিল,
স্বপ্নের সাথে বসবাস।
নিশীথে যেমন, দিবাতে তেমন
আশা-শংকায় আচ্ছন্ন মন,
বুকের গভীরে বিশাল তটে
বুনে স্বপ্ন, সদা চলে চাষ।

তারিখ – ২৩ আগস্ট ২০২৫

Tag :
জনপ্রিয়

তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত

------ মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ

সদা চলে স্বপ্ন চাষ

প্রকাশিত ১২:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

যেখানে স্বপ্ন ছিল,
ছিল স্বপ্নের জাগরণ।
মানুষ যেখানে ফেলেছে নিঃশ্বাস
নীলাম্বরী সাজে উদোম আকাশ,
নিত্যদিন যেখানে জাগে
আনন্দ উচ্ছ্বাসের শিহরণ।

যেখানে স্বপ্ন ছিল,
স্বপ্নের ঢেউ দেয় গর্জন।
শ্যামলীমা পাহাড় চুড়ো বেয়ে
বুক ছিঁড়ে লাল মৃত্তিকা নেয়ে,
ঝর্ণার জল করে ছলছল
কর্ণে তুলে সুর অগণন।

যেখানে স্বপ্ন ছিল,
ছিল স্বপ্নের ভালবাসা।
গভীর প্রেমের বিন্দু রেখা
হৃদয় দিয়ে হৃদয় দেখা,
প্রেমের দুয়ারে মিশেছে এসে
যত স্বপ্ন, আর স্বপ্নের আশা।

যেখানে স্বপ্ন ছিল,
স্বপ্নের সাথে বসবাস।
নিশীথে যেমন, দিবাতে তেমন
আশা-শংকায় আচ্ছন্ন মন,
বুকের গভীরে বিশাল তটে
বুনে স্বপ্ন, সদা চলে চাষ।

তারিখ – ২৩ আগস্ট ২০২৫