০১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

“সংখ্যালঘু নির্যাতন ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদ”

  • প্রকাশিত ০৯:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

গত ৩১শে আগস্ট ২৪ জাতীয় প্রেস ক্লাব তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সমন্বয়ক সজীব সরকারের সভাপতিত্বে, দীপঙ্কর চন্দ্র শীল, অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বর্ণা রানী দে, লিংকন দত্ত, হরিপদ দাস প্রিন্সিপাল, গল্লাফ আদর্শ ডিগ্রী কলেজ, ফরিদগঞ্জ চাঁদপুর, জয়িতা বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রমুখ। গত ৫ই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারাদেশের সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস্র অত্যাচার, লুটপাট, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সারাদেশে কয়েকজন সংখ্যালঘু হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। সারাদেশে সংখ্যালঘু অনেক শিক্ষক শিক্ষিকাদের জোর পূর্বক
পদত্যাগ করানো হয়েছে। একই সাথে সম্মানিত শিক্ষকগণকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে অপদস্ত করা হয়। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী সারাদেশে প্রায় ৪৮ জেলায় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস অত্যাচার, লুটপাট, হত্যা নারীর শীতাহানি, মন্দির ভাঙচুর, বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। এই সাম্প্রদায়িক আক্রমণ ঘৃণিত অপরাধ এবং বাংলাদেশের বিদ্যমান আইনে নেক্কারজনক অপরাধ হিসাবে গণ্য।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিচালিত সহিংস নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ চলমান শিক্ষক-শিক্ষিকা নির্যাতন এবং জোরপূর্বক পদত্যাগ করানোর তীবনিন্দা ও প্রতিবাদ জানাছে।
অন্তবর্তী কালীন সরকারের কাছে শিক্ষক শিক্ষিকাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সসম্মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং দুষ্কৃতিকারী শিক্ষক-শিক্ষিকা লাঞ্ছনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মানবাধিকার আন্দোলনের নেতা এডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

Tag :

সংবাদ প্রকাশের জের ধরে তারাগঞ্জে সাংবাদিকে হুমকি দিলেন আবু সাঈদ হত্যামামলার আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান

“সংখ্যালঘু নির্যাতন ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদ”

প্রকাশিত ০৯:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

গত ৩১শে আগস্ট ২৪ জাতীয় প্রেস ক্লাব তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সমন্বয়ক সজীব সরকারের সভাপতিত্বে, দীপঙ্কর চন্দ্র শীল, অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বর্ণা রানী দে, লিংকন দত্ত, হরিপদ দাস প্রিন্সিপাল, গল্লাফ আদর্শ ডিগ্রী কলেজ, ফরিদগঞ্জ চাঁদপুর, জয়িতা বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রমুখ। গত ৫ই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারাদেশের সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস্র অত্যাচার, লুটপাট, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সারাদেশে কয়েকজন সংখ্যালঘু হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। সারাদেশে সংখ্যালঘু অনেক শিক্ষক শিক্ষিকাদের জোর পূর্বক
পদত্যাগ করানো হয়েছে। একই সাথে সম্মানিত শিক্ষকগণকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে অপদস্ত করা হয়। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী সারাদেশে প্রায় ৪৮ জেলায় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস অত্যাচার, লুটপাট, হত্যা নারীর শীতাহানি, মন্দির ভাঙচুর, বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। এই সাম্প্রদায়িক আক্রমণ ঘৃণিত অপরাধ এবং বাংলাদেশের বিদ্যমান আইনে নেক্কারজনক অপরাধ হিসাবে গণ্য।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিচালিত সহিংস নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ চলমান শিক্ষক-শিক্ষিকা নির্যাতন এবং জোরপূর্বক পদত্যাগ করানোর তীবনিন্দা ও প্রতিবাদ জানাছে।
অন্তবর্তী কালীন সরকারের কাছে শিক্ষক শিক্ষিকাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সসম্মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং দুষ্কৃতিকারী শিক্ষক-শিক্ষিকা লাঞ্ছনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মানবাধিকার আন্দোলনের নেতা এডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।