গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে,
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) এর দেহরক্ষী হিসেবে কর্মরত কনস্টেবল ৪৬৪১ সুমন কুমার ঘরামী (বিপি-৮৮১২১৪৯৯১৩), পিতা-সুশিল কুমার ঘরামী, মাতা-গীতা রাণী ঘরামী, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট দেশব্যাপী চলমান আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে খুলনা মহানগরীতে আন্দোলনরত শিক্ষার্থী ও জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং ০১ পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অকাল প্রয়াত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীর শেষ কৃত্য ধর্মীয় রীতি অনুযায়ী নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় পুলিশ সদস্যের অকাল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।