শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার সীমান্তবর্তী কালাকুমা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত কেরামত আলীর পুত্র নজরুল ইসলাম (৩৪) এবং কয়ড়াকুঁড়ি গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র শেখ সাদী (৪৫)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার চারআলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় একজন আরোহীসহ একটি মোটরসাইকেলের চালককে থামাতে সিগনাল দেয় পুলিশ। কিন্তু মোটরসাইকেলের চালক সিগনাল না মেনে আরোহীকে নিয়ে দ্রুত গাড়ি চালাতে থাকলে পুলিশ তাদের পিছু নেয়।পরে উপজেলার কালাকুমা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ। ওইসময় তাদের দেহ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান রবিবার রাতে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটকের পরে থানায় মামলা দিয়ে পরদিন সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।