বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশনায় গলাচিপা সরকারি কলেজ ছাত্রদল নবীন শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ভর্তি তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছে। কেন্দ্রটি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজতর করতে এবং সঠিক তথ্যের মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সফল করতে এই সেবা কেন্দ্র চালু করা হয়েছে।