০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আহমেদ মাজিদ,মিরসরাইয়ে,চট্টগ্রাম:

শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে

  • প্রকাশিত ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

দেশে আবারও মাথা চারা দিয়ে উঠেছে কিশোরগ্যাং কালচার দেশে অতিতে এই গ্যাং হাতে প্রন গিয়েছে ভহু মানুষের। তারি ধারাবাহিক কতায় এখন মিরসরাইয়ে প্রতিনিতয় বারছে কিশোরগ্যাং এর ভয়াবহতা।

চোখে স্কুলের চশমা, গায়ে ইউনিফর্ম অথবা ঘরের জামা, কিন্তু হাতে ধরা চাইনিজ কুটার বা কুড়াল! বয়স মাত্র ১৫-১৬, অথচ তাদের আচরণ যেন ভয়ংকর অপরাধীর মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও, যেখানে মিরসরাইয়ের কিছু স্কুলপড়ুয়া কিশোর প্রকাশ্যে অস্ত্র হাতে শোডাউন দিতে দেখা গেছে। তারা মুখে মুখে স্লোগান দিচ্ছে, ব্যাচের নামে হুমকি ছড়াচ্ছে, আর ভিডিও ধারণ করে সেটিকে গর্বের ট্রফির মতো ছড়াচ্ছে।

এ যেন কিশোর বয়সেই ‘বড় ভাই’ সাজার প্রতিযোগিতা!

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব উঠতি বয়সী কিশোরেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্যাং তৈরি করছে, নিজেদের ব্যাচের নামে অন্যদের সঙ্গে শত্রুতা গড়ছে, এবং একপর্যায়ে জড়িয়ে পড়ছে হাতাহাতি এমনকি সংঘর্ষে।

কিছু অভিভাবক এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে জানান, “আমার ছেলে সকালে স্কুলে যায়, কিন্তু বিকেলে কোন গ্যাং-এর সঙ্গে সময় কাটায়—জানতেই পারি না। এখন তো দেখি, ভিডিও করে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে!”স্থানিয় প্রসাশন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে তাদের ভবিষ্যত কি হবে তানিয়ে আমরা সংকলিত।

এদের বেশিরভাগই স্কুলপড়ুয়া, কারো কারো বয়স এখনও আইনি দৃষ্টিতে অপরাধী হওয়ার মতো হয়নি। কিন্তু আচরণে ভয়ংকর বিকৃতি লক্ষণীয়। ব্যাচ স্লোগান, প্রতিপক্ষ ব্যাচকে হুমকি, এবং অস্ত্র হাতে ভিডিও—এই সমন্বয় এক ভয়ংকর প্রজন্মের দিকে ইঙ্গিত দিচ্ছে।

এ বিষয়ে মিরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আমরা এসব কিশোর গ্যাং এর বিষয়ে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছে এবং নিয়মিত মাদক ও কিশোর গ্যাং অভিযান পরিচালনা করছি।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

আহমেদ মাজিদ,মিরসরাইয়ে,চট্টগ্রাম:

শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে

প্রকাশিত ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

দেশে আবারও মাথা চারা দিয়ে উঠেছে কিশোরগ্যাং কালচার দেশে অতিতে এই গ্যাং হাতে প্রন গিয়েছে ভহু মানুষের। তারি ধারাবাহিক কতায় এখন মিরসরাইয়ে প্রতিনিতয় বারছে কিশোরগ্যাং এর ভয়াবহতা।

চোখে স্কুলের চশমা, গায়ে ইউনিফর্ম অথবা ঘরের জামা, কিন্তু হাতে ধরা চাইনিজ কুটার বা কুড়াল! বয়স মাত্র ১৫-১৬, অথচ তাদের আচরণ যেন ভয়ংকর অপরাধীর মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও, যেখানে মিরসরাইয়ের কিছু স্কুলপড়ুয়া কিশোর প্রকাশ্যে অস্ত্র হাতে শোডাউন দিতে দেখা গেছে। তারা মুখে মুখে স্লোগান দিচ্ছে, ব্যাচের নামে হুমকি ছড়াচ্ছে, আর ভিডিও ধারণ করে সেটিকে গর্বের ট্রফির মতো ছড়াচ্ছে।

এ যেন কিশোর বয়সেই ‘বড় ভাই’ সাজার প্রতিযোগিতা!

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব উঠতি বয়সী কিশোরেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্যাং তৈরি করছে, নিজেদের ব্যাচের নামে অন্যদের সঙ্গে শত্রুতা গড়ছে, এবং একপর্যায়ে জড়িয়ে পড়ছে হাতাহাতি এমনকি সংঘর্ষে।

কিছু অভিভাবক এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে জানান, “আমার ছেলে সকালে স্কুলে যায়, কিন্তু বিকেলে কোন গ্যাং-এর সঙ্গে সময় কাটায়—জানতেই পারি না। এখন তো দেখি, ভিডিও করে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে!”স্থানিয় প্রসাশন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে তাদের ভবিষ্যত কি হবে তানিয়ে আমরা সংকলিত।

এদের বেশিরভাগই স্কুলপড়ুয়া, কারো কারো বয়স এখনও আইনি দৃষ্টিতে অপরাধী হওয়ার মতো হয়নি। কিন্তু আচরণে ভয়ংকর বিকৃতি লক্ষণীয়। ব্যাচ স্লোগান, প্রতিপক্ষ ব্যাচকে হুমকি, এবং অস্ত্র হাতে ভিডিও—এই সমন্বয় এক ভয়ংকর প্রজন্মের দিকে ইঙ্গিত দিচ্ছে।

এ বিষয়ে মিরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আমরা এসব কিশোর গ্যাং এর বিষয়ে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছে এবং নিয়মিত মাদক ও কিশোর গ্যাং অভিযান পরিচালনা করছি।