সিরাজগঞ্জ সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে
মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া,জেলা কেন্দ্রীয় মন্দির মুজিব সড়কে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা,চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন কমিটির আহবায়ক ডা:নিত্য রঞ্জন পাল এর সভাপতিত্বে ও শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু পরিচালনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস,হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: ইন্দ্রজিৎ সাহা,জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মানিক সাহা,জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রাজ কুমার দাস রাসু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন,জেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস,দপ্তর সম্পাদক সন্টু গুন,অর্থ সম্পাদক নিলয় পাল,সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা,সহ-সভাপতি রুমন কুন্ডু, সাংস্কৃতিক সম্পাদক সম্পদ দাস,গৌরাঙ্গ ঘোষ ও জিৎ পাল প্রমুখ।
এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদের অন্যনা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।