১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শরৎ ময়ূরী

  • প্রকাশিত ১১:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

শরৎ ময়ূরী
—————
ফারুক প্রধান

আকাশ যেন ময়ূর ডানায়
নানান রঙেয়ের খেলায়
মেঘের বাড়ি কোথায়
সাত রঙা নাও সাজায়।

রংধনুটা রঙ ছড়িয়ে
আকাশটা দাও রাঙিয়ে
কোন দেশেতে যাও
কিশের ভাবনা ভাবাও।

শিশুর মনে শরৎ ময়ূরী
কোথায় উড়ে যাও
আকাশ সাজে নীলাম্বরী
মেঘের ভেলা সাজাও।

নদীর ধারে কাশ দিয়াড়ি
ধবল মেঘের বাড়ি
দলবেঁধে যায় পাখি
হাওয়ায় ডাকাডাকি।

সাঁতার কেটে সব শিশুরা
এপার ওপার হয়
শিউলি ফুলের মালা পড়ে
গাপুস গুপুস ময়।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

শরৎ ময়ূরী

প্রকাশিত ১১:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

শরৎ ময়ূরী
—————
ফারুক প্রধান

আকাশ যেন ময়ূর ডানায়
নানান রঙেয়ের খেলায়
মেঘের বাড়ি কোথায়
সাত রঙা নাও সাজায়।

রংধনুটা রঙ ছড়িয়ে
আকাশটা দাও রাঙিয়ে
কোন দেশেতে যাও
কিশের ভাবনা ভাবাও।

শিশুর মনে শরৎ ময়ূরী
কোথায় উড়ে যাও
আকাশ সাজে নীলাম্বরী
মেঘের ভেলা সাজাও।

নদীর ধারে কাশ দিয়াড়ি
ধবল মেঘের বাড়ি
দলবেঁধে যায় পাখি
হাওয়ায় ডাকাডাকি।

সাঁতার কেটে সব শিশুরা
এপার ওপার হয়
শিউলি ফুলের মালা পড়ে
গাপুস গুপুস ময়।