লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে মাদারীপুরের ডাসার উপজেলার আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মুন্সী বাড়ির সিরাজ মুন্সীর দুই ছেলে মিলন মুন্সী ও আলামিন মুন্সী।মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কাছে খবর এলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,প্রায় ৪মাস আগে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে মিলন মুন্সী ও আলামিন মুন্সী তাদের প্রত্যকের কাছ থেকে ১৭ লক্ষ করে টাকা নেন দীর্ঘদিন মানবপাচারের সাথে জড়িত থাকা গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মাদারীপুর জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো:ফরহাদ মাতুব্বর।
দীর্ঘদিন ধরে মিলন এবং আলামিনের খোঁজ খবর না থাকায় পরিবারের মাঝে হতাশা বিরাজ করছিলো।
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ওই একই নৌকায় থাকা আরেক যাত্রী কোনো ভাবে জীবিত দেশে ফিরে এসে মিলন ও আলামিনের বাড়িতে খবর দেয়া মাত্রই শুরু হয় পরিবার এবং স্বজনদের মাঝে কান্নার আহাজারি।