গত রোববার, ২৮ জুলাই ২০২৪ আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি৩ বাংলাদেশ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি৩ ক্লাবের রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়াটার্স, পাবলিক রিলেশন এন্ড লায়ন ইনফরমেশন চেয়ারম্যান ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের
কো-অর্ডিনেটর ২০২৪-২০২৫ এর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ডিস্ট্টিক ৩১৫ বি৩ এর প্রধান কার্যালয়ের ডিস্ট্রিক গভর্নর সাব্বির মোহাম্মদ সায়েম এর কাছ থেকে তিনি এ নিয়োগপত্র গ্রহণ করেছেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এফজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।