বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি এলাকায় সংঘবদ্ধ চক্র কর্তৃক জোরপূর্বক সৃজিত বাগানে অনধিকার প্রবেশ করে গাছ কর্তনের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাস্থলের বিবরণ
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে মৃত সিরাজ ড্রাইভারের ছেলে মো. মামুন (৩৮) এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ধারালো দা, কুড়াল, গদু দা ও বিভিন্ন গাছ কাটার সরঞ্জাম নিয়ে পূর্বচাম্বি মুসলিমপাড়ায় অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বাদী সাঈদ আনোয়ার শামীমের মালিকানাধীন বাগানে প্রবেশ করে নির্বিচারে গাছ কর্তন শুরু করে। পরে ঢাকা মেট্রো ল-২৩৭ নম্বরের একটি পিকআপ ভ্যানে প্রায় তিন গাড়ি গাছ নিয়ে যায়। গাছগুলোর বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বাগানের মালিকের দাবি
অভিযোগকারী সাঈদ আনোয়ার শামীম (৩৫), পিতা মো. আবু খালেদ, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিলছড়ি মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, বিগত ২০২৩ সালের ২০ এপ্রিল জনৈক মো. দিদারুল ইসলামের কাছ থেকে বৈধ চুক্তিপত্রের মাধ্যমে ৩০৭নং চাম্বি মৌজার আর/২৮৬নং হোল্ডিংভুক্ত ০.৬০ একর জায়গা ক্রয় করেন। জমিতে সৃজিত আকাশমনি, ম্যালেরিয়া ও বিভিন্ন প্রজাতির গাছ পরিপক্ক হওয়ার পর কর্তনের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক নিয়োগ দিয়ে বাগান পরিচর্যা করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, বিবাদীরা লোভের বশবর্তী হয়ে সংঘবদ্ধভাবে তার বাগান দখলে নেওয়ার চেষ্টা করছে। গাছ কর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানালে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বর্তমানে বিবাদীরা এখনও ওই বাগানে অনধিকার প্রবেশ করে গাছ কাটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্তদের নাম
থানায় দায়ের করা অভিযোগে প্রধান বিবাদী হিসেবে মৃত সিরাজ ড্রাইভারের ছেলে মো. মামুনসহ পূর্বচাম্বি মুসলিমপাড়ার কয়েকজন স্থানীয় ব্যক্তি ও অজ্ঞাতনামা ১৫-২০ জন বহিরাগতকে আসামি করা হয়েছে।
প্রশাসনের অবস্থান
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় জনমতের প্রতিক্রিয়া
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে জমি ও বাগান দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তারেক আহামেদ বোখারী বিশেষ প্রতিনিধি বান্দরবান :
লামায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সৃজিত বাগান থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ
Tag :
জনপ্রিয়









