কুমিল্লার লাকসামে উপজেলা পরিষদের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় একটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ লাইব্রেরির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী ছাদিকুজ্জামান রিদান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মদ উল্ল্যাহ সবুজ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম এনায়েত উল্ল্যাহ, লুৎফুল হাসান রুমি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন।
বক্তারা বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বই পড়ার আগ্রহ ধরে রাখতে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, এই লাইব্রেরি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চায় ইতিবাচক অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।