শান্তি প্রিয় খুলনা এখন লন্ড ভন্ড, শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে সবাই কে।
আতঙ্ক থেকে বেরিয়ে আসতে প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে আনতে হবে শান্তি প্রিয় খুলনা কে।অপরিচ্ছন্ন খুলনা গড়তে খুলনার শান্তি প্রিয় শিক্ষার্থীরা আজ নগরীর গল্লামারী, নিরালা, শিববাড়ি, ময়লাপোতা, সাতরাস্তা, রয়েলমোড়, মডার্ণ ফার্নিচার মোড়সহ খানজাহান আলী সড়কে ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কাজ করছে । শিক্ষার্থীরা হাতে গ্লাভস পরে ঝাড়ু, বেলচা ও বস্তা নিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন মোড়ে এই কার্যক্রম পরিচালনা করে। প্রথমে ঝাড়ু দিয়ে তারা ময়লা স্তুপ করে পরে বেলচা দিয়ে সেই আবর্জনা বস্তায় ভরে ডাস্টবিনে নিয়ে ফেলে। ফলে স্বল্প সময়ের মধ্যে শহরের বেশিরভাগ সড়কে জমে থাকা আবর্জনা মুক্ত হয়ে যাচ্ছে। অপরদিকে অরাজকতা ও লুটপাট বন্ধে শহরের অলিগলিতে টহল দিচ্ছে শিক্ষার্থীরা। তারা খুলনার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন। শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় টহল দিয়ে সকল ধর্মীয় স্থান এবং মালামাল রক্ষার্থে সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ থেকে কয়েকটি মাইক্রোবাস প্রদান করা হয়েছে টহল কাজ সম্পন্ন করার জন্য। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের বাইক নিয়ে শহরের বিভিন্নস্থানে টহল দিচ্ছে। টহল কার্যক্রমে শিক্ষার্থীরা মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে উপস্থিত থেকে সাধারণ মানুষদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাভিত্তিক এসোসিয়েশনের শিক্ষার্থীদের যারা নিজ নিজ এলাকায় অবস্থান করছে, তাদেরকে ধর্মীয় স্থান প্রতিরোধ করার জন্য সচল হতে বলা হয়েছে। শিক্ষার্থীদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিশ্ববিদ্যালয়ের এই টহল কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সকল ধর্মীয় স্থান এবং সম্পত্তির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক কাজী ফাহাদ হোসেন বলেন, আমারা দুটি টিমে বিভক্ত হয়ে শহর পরিচ্ছন্নতা এবং অরাজকতা ও লুটপাট বন্ধে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি। আমাদের বড় একটি টিমের সদস্যরা গতকাল রাত থেকে শহরের অলিগলিতে গিয়ে টহল দেওয়াসহ মানুষকে সচেতন করা ও নির্ভয় দেওয়া হচ্ছে। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এলাকাভিত্তিক মানুষকে নিয়ে কাজ করছে। আজও আমাদের টহল অব্যাহত রয়েছে। এছাড়া আজ বিকাল থেকে আমাদের আর একটি টিম শহর পরিস্কার-পরিচ্ছন্নতায় কাজ করছে। মানুষের পাশে থেকে আমরা কাজ করছি।