গাইবান্ধা সদর থানার দস্যুতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৩৬) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প (সিপিসি-৩) ও র্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্প (সিপিসি-২) এর যৌথ অভিযানে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গাইবান্ধা সদর থানায় দস্যুতা মামলা নং–২৩, দীর্ঘদিন ধরে এ মানিক মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মানিক মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সিংহপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে দস্যুতা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে।
০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন,
র্যাবের অভিযানে কুমিল্লায় ধরা পড়ল গাইবান্ধার দস্যুতা মামলার পলাতক আসামি
Tag :
জনপ্রিয়















