০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তা বন্ধ করায় ১0 পরিবার অবরুদ্ধ : শতাধিক মানুষ বিড়ম্বনায়।

  • প্রকাশিত ০৩:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

 

তানিন আফরিন
স্টাফ রিপোর্টার গাইবান্ধা

গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার ১নং পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর মৌজার ৭নং ওয়ার্ডে বেপারীপাড়ায় গিয়ে দেখা যায় ১০ পরিবারের প্রায় শতাধিক লোক যাতায়াতের রাস্তা না থাকায় মানবতার জীবন যাপন করছে। চারদিকে রাস্তা না থাকায় মহা বিড়ম্বনায় পরিবার গুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ফুল মিয়া,লাল মিয়া, বাচ্চু মিয়া,মুক্তি বেগম,মমিনা বেগম,শাপলা বেগম সহ অর্ধশতাধিক লোক অভিযোগ করে বলেন,আমাদের বসবাস স্থলের পূর্ব পাশ্বে খালেক মিয়ার বাড়ি,দক্ষিনে রেলের খাস জমি,পশ্চিমপাশ্বে
আতাউরের বাড়ি ও উত্তরে গহিনখাল ।
স্থানীয় বসতবাড়ির প্রতিবেশীরা প্রতিহিংসা পরায়ন হয়ে বসত বাড়ি থেকে বের হওয়ার রাস্তা গুলি বাশঁ ও বেড়া দিয়ে বন্ধ করে দেন।
যার ফলে স্কুল পড়ুয়া বাচ্চা,অসুস্থ রোগী ও কর্মজীবি মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাড়িয়েছে।
এর পূর্বে স্থানীয় জনপ্রতিনিধি, সহকারী ভূমি কমিশনার সাঘাটা নিকট লিখিত অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি।

ভুক্তভোগী ফুল মিয়া অভিযোগ করে বলেন,স্থানীয় প্রতিবেশী খালেক, আতাউর, নজরুল জমিজমা নিয়ে মত বিরোধ হওয়ায় তারা আমাদের যাতায়াতের রাস্তা গুলো বন্ধ করে দেয়। জাহেলিয়া যুগের মত আচরন করছেতারা। কেউ মৃত্যুবরন করলে লাশ বের করব কিভাবে তা আমার জানা নেই। আমরা যে কি মানবেতর জীবন যাপন করছি আল্লাহ্ ছাড়া কেউ জানে না। যাতায়াতের রাস্তা গুলি খুলে দেওয়ার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে তারা গত ২০-১-২৫ ইং আবারো সহকারী কমিশনার (ভূমি )সাঘাটা বরাবর একটি লিখিত আবেদন করেন।

এবিষয়ে ১নং পদুমশহর ইউনিয়ান পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শানিনুল ইসলাম শাহিনুর বলেন, ইতিপূর্বে আমরা এ বিষয়ে উঠান বৈঠকে বসেছিলাম তবে যারা যাতায়াতের রাস্তা বন্ধ করেছে তারা আমাদের কথা রাখেননি।আমাদের কাছে তাদের অমানবিক লোক মনে হয়েছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মকছুদ হোসেন বলেন,যদি তাহারা রাস্তা বন্ধ করে থাকেন তা মানবাধিকার লঙ্ঘনের সামিল।আমার কাছে কোনো অভিযোগ আসলে সরেজমিনে তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করিব।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই জেলা প্রশাসক মহাদয় কে অভিযোগ করলে তিনি সমস্যাটি দেখবেন।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

রাস্তা বন্ধ করায় ১0 পরিবার অবরুদ্ধ : শতাধিক মানুষ বিড়ম্বনায়।

প্রকাশিত ০৩:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

 

তানিন আফরিন
স্টাফ রিপোর্টার গাইবান্ধা

গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার ১নং পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর মৌজার ৭নং ওয়ার্ডে বেপারীপাড়ায় গিয়ে দেখা যায় ১০ পরিবারের প্রায় শতাধিক লোক যাতায়াতের রাস্তা না থাকায় মানবতার জীবন যাপন করছে। চারদিকে রাস্তা না থাকায় মহা বিড়ম্বনায় পরিবার গুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ফুল মিয়া,লাল মিয়া, বাচ্চু মিয়া,মুক্তি বেগম,মমিনা বেগম,শাপলা বেগম সহ অর্ধশতাধিক লোক অভিযোগ করে বলেন,আমাদের বসবাস স্থলের পূর্ব পাশ্বে খালেক মিয়ার বাড়ি,দক্ষিনে রেলের খাস জমি,পশ্চিমপাশ্বে
আতাউরের বাড়ি ও উত্তরে গহিনখাল ।
স্থানীয় বসতবাড়ির প্রতিবেশীরা প্রতিহিংসা পরায়ন হয়ে বসত বাড়ি থেকে বের হওয়ার রাস্তা গুলি বাশঁ ও বেড়া দিয়ে বন্ধ করে দেন।
যার ফলে স্কুল পড়ুয়া বাচ্চা,অসুস্থ রোগী ও কর্মজীবি মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাড়িয়েছে।
এর পূর্বে স্থানীয় জনপ্রতিনিধি, সহকারী ভূমি কমিশনার সাঘাটা নিকট লিখিত অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি।

ভুক্তভোগী ফুল মিয়া অভিযোগ করে বলেন,স্থানীয় প্রতিবেশী খালেক, আতাউর, নজরুল জমিজমা নিয়ে মত বিরোধ হওয়ায় তারা আমাদের যাতায়াতের রাস্তা গুলো বন্ধ করে দেয়। জাহেলিয়া যুগের মত আচরন করছেতারা। কেউ মৃত্যুবরন করলে লাশ বের করব কিভাবে তা আমার জানা নেই। আমরা যে কি মানবেতর জীবন যাপন করছি আল্লাহ্ ছাড়া কেউ জানে না। যাতায়াতের রাস্তা গুলি খুলে দেওয়ার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে তারা গত ২০-১-২৫ ইং আবারো সহকারী কমিশনার (ভূমি )সাঘাটা বরাবর একটি লিখিত আবেদন করেন।

এবিষয়ে ১নং পদুমশহর ইউনিয়ান পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শানিনুল ইসলাম শাহিনুর বলেন, ইতিপূর্বে আমরা এ বিষয়ে উঠান বৈঠকে বসেছিলাম তবে যারা যাতায়াতের রাস্তা বন্ধ করেছে তারা আমাদের কথা রাখেননি।আমাদের কাছে তাদের অমানবিক লোক মনে হয়েছে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মকছুদ হোসেন বলেন,যদি তাহারা রাস্তা বন্ধ করে থাকেন তা মানবাধিকার লঙ্ঘনের সামিল।আমার কাছে কোনো অভিযোগ আসলে সরেজমিনে তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করিব।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই জেলা প্রশাসক মহাদয় কে অভিযোগ করলে তিনি সমস্যাটি দেখবেন।