লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক বিধবা বৃদ্ধার সম্পত্তিতে থাকা ফলজ ও বনজ গাছ কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পাড়ি থানা পুলিশ এসে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।অভিযুক্তরা হলেন একই গ্রামের ইউছুফ আলী ভূঁইয়া বাড়ির সোহেল, নিশাদ, মাসুদ ও ইমরান ভূঁইয়া।
জানা যায়, রবিবার (১৮ মে) সকালে মৃত আব্দুল আহাদের স্ত্রী রওশন আরা বেগমের ক্রয়কৃত সম্পত্তির ওপর দিয়ে কোনো অনুমতি বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই রাস্তা নির্মাণের চেষ্টা করেন অভিযুক্তরা। রওশন আরা বেগম অভিযোগ করেন, আমি একজন বিধবা নারী। আমার সন্তানরা প্রবাসে। আমি ও পুত্রবধুরা মিলে বসবাস করি। আমাদের সম্পত্তিতে জোরপুর্বক রাস্তা তৈরি করতে চায় সোহেল, ইমরান, মাসুদ ও নিশাদ। সালিশি বৈঠক ও আমিন এসে সিদ্ধান্ত দিয়েছে এই জমি রাস্তার উপযোগী নয়। তবুও তারা আজ আমাদের পাকঘর, শৌচাগার, গাছপালা ও অন্যান্য স্থাপনা ভেঙে দিয়েছে।”
অন্যদিকে অভিযুক্ত ইমরান হোসেন দাবি করেন, ৬০৪ দাগের জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের কথা রয়েছে। আমরা তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি, কিন্তু তারা রাজি না হওয়ায় বাধ্য হয়ে গাছ কেটে রাস্তা নির্মাণ শুরু করেছি।
স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও এমন বিরোধ থেকে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রওশন আরা বেগম ইতোমধ্যে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আবদুর রহমান, রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
রামগঞ্জে বিধবার সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের জন্য ফলজ ও বনজ গাছ কাটার অভিযোগ
Tag :
জনপ্রিয়