ঢাকার সাভারের রাজাশোন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০২৫ সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত হাসেম মন্ডলের প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন। তারা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় অস্থিরতা বিরাজ করবে।
প্রতিবাদকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা মৃত হাসেম মন্ডলের খুনিদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। প্রশাসনকে অনুরোধ করছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে। কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করে। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে দাঁড়িয়ে তাদের দাবি জানান। এলাকাবাসী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
মানববন্ধনটি রাজাশোন এলাকার সাধারণ মানুষ সংগঠিত ও প্রচার করে।