০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

  • প্রকাশিত ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেমন কমেছে তা খতিয়ে দেখছে শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। কিন্তু এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এ বছর পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।”

তিনি জানান, আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে, পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানোসহ যেকোনো ধরণের উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরের ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে সরকার কর্তৃক গরীব অসহায়দের মাঝে রেশন কার্ডের চাল বিতরন

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৯ হাজার

প্রকাশিত ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : রাজশাহী শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেমন কমেছে তা খতিয়ে দেখছে শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। কিন্তু এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এ বছর পরীক্ষা গ্রহণ করা হবে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।”

তিনি জানান, আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে, পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানোসহ যেকোনো ধরণের উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরের ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।
স্বদেশ বিচিত্রা/এআর