১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জন গ্রেপ্তার

  • প্রকাশিত ০৪:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : বিশেষ অভিযানে দুইজন আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন- সাহাবুল ইসলাম কমল (৩২) ও মো: মোকশেদউল আলম ওরফে সুমন (৫০)। এদের মধ্যে সাহাবুল ইসলাম কমল রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি রাজশাহী মহানগর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর মোকশেদউল আলম সুমন বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

তিনি রাজশাহী মহানগর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে; ভারি যানবাহন চলাচল বন্ধ

রাজশাহীতে দুই আওয়ামী লীগ নেতাসহ ২৫ জন গ্রেপ্তার

প্রকাশিত ০৪:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : বিশেষ অভিযানে দুইজন আওয়ামী লীগ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন- সাহাবুল ইসলাম কমল (৩২) ও মো: মোকশেদউল আলম ওরফে সুমন (৫০)। এদের মধ্যে সাহাবুল ইসলাম কমল রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি রাজশাহী মহানগর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর মোকশেদউল আলম সুমন বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

তিনি রাজশাহী মহানগর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্বদেশ বিচিত্রা/এআর