রাজবাড়ী জেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতি পক্ষ একই এলাকার মিলন খাঁ গংদের মারপিটে লাঠির আঘাতে গৃহবধু মর্জিনা খাতুর গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে বৃহস্প্রতিবার আহত মর্জিনা খাতুনের ভাসুর তাইজুল ইসলাম বাদী হয়ে মিলন খাঁ সহ ৩ জনকে আসামি করে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করার জন্য ওসি বালিয়াকান্দি থানাকে নির্দেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই বেলা ২ টার দিকে মামলার বাদী তাইজুল ইসলাম ও আ: খালেকের নিজ দখলীয় জমিতে আসামি মিলন খাঁ গংরা জোর পূর্বক চাষ করতে গেলে এ সময় বাদী পক্ষ তাইজুল ইসলাম গংরা বাধা প্রদান করলে আসামি মিলন খাঁ গংরা বাদী তাইজুল ইসলাম গংদের হামলা করে। এ সময় তাদের হামলায় বাদী পক্ষের ৩ জন আহত হয়। আহতদের মধ্যে গৃহ বধু মর্জিনা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।