রাজধানীর ভাটারায় পালাতে গিয়ে জনসাধারণের হাতে গণপিটুনির শিকার হলেন ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিঃ (ধামাকা শপিং) এর মালিক ডা. মুজতবা আলী ওরফে এম আলী, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এর ভায়রা ভাই হওয়ার সুবাদে ধামাকা শপিং এর নামে গ্রাহকদের নিকট হতে হাতিয়ে নিয়েছেন প্রায় ৪০০ কোটি টাকা, করেছেন আরও কতশত জালিয়াতি, জনাব এম আলী ঢাকার সুনামধন্য হাসপাতাল এভার কেয়ার এর আর্থপেডিক্স ডাক্তার হিসাবে কর্মরত আছেন বলে জানা যায়,ভাটারার নতুন বাজারে ধামাকা শপিং এর কিছু গ্রাহক তাকে দেখে ফেললে তাকে তার গাড়ি সহ ধাওয়া করে এ সময়বতিনি একটি কালো হাইয়েস গাড়িতে ছিলেন, পালাতে গিয়ে কয়েকটি মোটর বাইককে এক্সিডেন্ট করেন এর পরেও গাড়ি থামান নি এতে স্টান্ডে থাকা অন্য বাইকার রা তারাকরে সর্বশেষ নর্দ্দা কোলাকোলা ধরতে সক্ষম হয়, জ্যামের কারনে আর গাড়ি আগাতে পারেনি, সাধারণ জনগণ ও ধামাকা শপিং এর গ্রাহকগন গণপিটুনি দিয়ে তাকে ভাটারা থানায় সপোর্দ করে। ভাটারা থানায় কথা বলে জানাযায় এই এম আলীর বিরুদ্ধে অনেক আগে থেকেই গ্রেফতারী পরোয়ানা জারি আছে, দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুজে আসছিলো।ধামাকা শপিং এর গ্রাহকরা তাদের এই কাজ কে সহজ করে দিয়েছেন বলে জানাযায়, প্রত্যক্ষদর্শীদের মতে ও বিভিন্ন ভিডিও তে ও দেখা যায় ওই গাড়িতেই এম আলীর সিকিউরিটির দায়িত্বে ছিলেন পুলিশেরই স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা। তাহলে পুলিশ তাকে কেনো খুজে পাচ্ছিলো না এই প্রশ্ন উপস্থিত সকল জনমনে।
১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম