রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দিকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে তখনি জাবেদের শরীরে বজ্রপাতে আঘাত লাগে। এসময় তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু ঘটে।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়। এতে করে তার মৃত্যু হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এই ব্যাপারে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।
১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু
Tag :
জনপ্রিয়