১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মো: জহির উদ্দিন বাবর :

যাত্রাবাড়ী থানার দরবার শরীফ রোডে শীর্ষ সন্ত্রাসী সেন্টুর হাতে রাজমিস্ত্রী রাসেল খুন

  • প্রকাশিত ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া দরবার শরীফ রোডে গত শনিবার দুপুর ২’০০ দিকে একদল সন্ত্রাসী মোঃ রাসেল নামে একজন রাজমিস্ত্রীকে বেদম প্রহার করে হত্যা কথা।

জানা যায় শনিবার দিনে দুপুরের দিকে রাজমিস্ত্রি মৃত মো: রাসেল শিপার গ্যারেজে রিপিয়ারিং কাজ করতে ছিল। সামান্য বালি শট পড়লে মোঃ রাসেল সেন্টু মিয়ার বাড়ি থেকে এক বালতি বালি আনে। খবর পেয়ে সেন্টু মিয়া তার ভাই আলম একদল সন্ত্রাসী নিয়ে শিপার গ্যারেজে যায়। সেখানে রাসেলকে পেয়ে তারা লোহার রড দিয়ে রাসেলকে বেদম প্রহার করে ও কিল ঘুসি, লাথি মেরে গুরুতর আহত করে।

রাসেলকে পার্শ্ববর্তী লোকেরা উদ্ধার করে বাড়ীতে প্রেরণ করে। রাসেল দরিদ্র রাজমিস্ত্রি হওয়ায় সে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থান করে। পরের দিন তার আস্থা আরও খারাপ হলে তার পিতা রশিদ কন্ট্রাক্টর ও পরিবারের লোকজন রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাসেল চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখে মারা যায়। পরিবারের লোকজন তার(রাসেলের) লাশ নিয়ে বাসায় আসলে দুটিনাটি এলাকার চাউর হয়ে পড়ে। খবর পেয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক থোসেন, ওসি তদন্ত মহসিন ও একজন এস আই এর নেতৃত্বে মৃত রাসেলের বাড়ী থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে পোস্ট মডেম করার জন্য পুনরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গত কাল ১৪ জানুযারী২০২৫ পোস্ট মডেম শেষে রাসেলের লাশ কবরস্থানে দাপন করা হয়। মেখে রাসেলের নাম ধার্মিক পারা বশুরস্থানে দাফন দাফন করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সেন্টু মিয়া রাসেলকে কিলঘুষি লাথি মারছে এবং তার ভাই আলম তাকে রড দিয়ে মারধর করছে। এর সাথে আংগুল কাটা রতন পিতা সম্ভু তার সাথে আর ও কয়েকজন তাদেরকে সহযোগিতা করছে। এ রির্পোট লেখা পর্যন্ত যাত্রাবাড়ী থানায় এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

মো: জহির উদ্দিন বাবর :

যাত্রাবাড়ী থানার দরবার শরীফ রোডে শীর্ষ সন্ত্রাসী সেন্টুর হাতে রাজমিস্ত্রী রাসেল খুন

প্রকাশিত ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া দরবার শরীফ রোডে গত শনিবার দুপুর ২’০০ দিকে একদল সন্ত্রাসী মোঃ রাসেল নামে একজন রাজমিস্ত্রীকে বেদম প্রহার করে হত্যা কথা।

জানা যায় শনিবার দিনে দুপুরের দিকে রাজমিস্ত্রি মৃত মো: রাসেল শিপার গ্যারেজে রিপিয়ারিং কাজ করতে ছিল। সামান্য বালি শট পড়লে মোঃ রাসেল সেন্টু মিয়ার বাড়ি থেকে এক বালতি বালি আনে। খবর পেয়ে সেন্টু মিয়া তার ভাই আলম একদল সন্ত্রাসী নিয়ে শিপার গ্যারেজে যায়। সেখানে রাসেলকে পেয়ে তারা লোহার রড দিয়ে রাসেলকে বেদম প্রহার করে ও কিল ঘুসি, লাথি মেরে গুরুতর আহত করে।

রাসেলকে পার্শ্ববর্তী লোকেরা উদ্ধার করে বাড়ীতে প্রেরণ করে। রাসেল দরিদ্র রাজমিস্ত্রি হওয়ায় সে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থান করে। পরের দিন তার আস্থা আরও খারাপ হলে তার পিতা রশিদ কন্ট্রাক্টর ও পরিবারের লোকজন রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাসেল চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারী ২০২৫ ইং তারিখে মারা যায়। পরিবারের লোকজন তার(রাসেলের) লাশ নিয়ে বাসায় আসলে দুটিনাটি এলাকার চাউর হয়ে পড়ে। খবর পেয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক থোসেন, ওসি তদন্ত মহসিন ও একজন এস আই এর নেতৃত্বে মৃত রাসেলের বাড়ী থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে পোস্ট মডেম করার জন্য পুনরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গত কাল ১৪ জানুযারী২০২৫ পোস্ট মডেম শেষে রাসেলের লাশ কবরস্থানে দাপন করা হয়। মেখে রাসেলের নাম ধার্মিক পারা বশুরস্থানে দাফন দাফন করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সেন্টু মিয়া রাসেলকে কিলঘুষি লাথি মারছে এবং তার ভাই আলম তাকে রড দিয়ে মারধর করছে। এর সাথে আংগুল কাটা রতন পিতা সম্ভু তার সাথে আর ও কয়েকজন তাদেরকে সহযোগিতা করছে। এ রির্পোট লেখা পর্যন্ত যাত্রাবাড়ী থানায় এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।