যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দুপুরের মধ্যে সময়ে খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামের এক নারী নিজ বাসায় নিহত হন। নিহত খালেদা ওই এলাকার বাসিন্দা ও মৃত শেখ শাহজাহানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের দত্তকপুত্র শেখ শামস বিন শাহজাহান (১৯) নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত শামস প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত এবং তা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।
শনিবার দুপুরে খালেদার ভাড়াটিয়া ইমরান (২৫) তার বাসা থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহবশত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলতে বললে ভিতরে থাকা শামস দরজা খুলে দেয়। পরে পুলিশ ঘরে প্রবেশ করে খালেদার নিথর দেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কেনার টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ শেখ শামসকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত।