যশোর সদর উপজেলার শংকরপুরে খেলার সময় কুড়িয়ে পাওয়া একটি বস্তু বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু খাদিজাতুল কুবরার বয়স পাঁচ বছর।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের তিন সন্তান—সজিব আহম্মেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)—বাড়ির পাশের মাঠে খেলছিল। এ সময় সজিব একটি টেপ মোড়ানো ধাতব বস্তু কুড়িয়ে পেয়ে সেটি নিয়ে বাসায় ফিরে আসে। পরে ঘরে দুই বোনের সঙ্গে সেটি নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় তিনজনই।
আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা সজিব ও খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পথে নড়াইলে খাদিজা মারা যায়। অপরদিকে, চিকিৎসার প্রয়োজনে সজিবের একটি হাত কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম রঞ্জু।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে পরিবারের দাবি, সজিব বস্তুটি মাঠ থেকে কুড়িয়ে পেয়েছিল। তবে সেটি বাইরে থেকে আনা হয়েছিল, নাকি ঘরে আগে থেকেই ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে।
এক প্রতিবেশী জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে তারা ছুটে গিয়ে শাহাদাতের ঘরে তিন শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ফোরিত বস্তুটি খেলনা নয়, তাৎক্ষণিকভাবে বোঝা যায়, এবং সেটি হাতে নেয়ার পরই বিপর্যয় নেমে আসে পরিবারের ওপর।