বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে একটি অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। ওই আওয়ামীলীগ নেতা বজলুর রহমান শেখসহ তার ভাইদের বিরুদ্ধে ভুক্তভোগী ওই পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এলাবাসীর সালিসি বৈঠক অমান্য করে মৃত্যু আলেতোন বিবির জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। এমনকি জমি দখলে নিয়ে মৃত্যু আলেতন বিবির ছেলে নূর উদ্দিন শেখ ও মেয়ে আলেয়া বেগমকে ভয় দেখানোসহ এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন।
এ ঘটনায় উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঠোডার বাজারে (০৮ মার্চ) শনিবার দুপুরে জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যােগে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক মুহিন খান, ইউনিয়ন যুবদল নেতা মোঃ কাউসার সেখ, যুবদল কর্মী রুস্তম মোল্লা, স্থানীয় বাসিন্দা ফখরুল, মোঃ আনসার, ভুক্তভূগী নূর উদ্দিন সেখ ও আলেয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পরগণা মৌজায় মৃত্যু আলেতন বিবির পাঁচ বিঘা জমি রয়েছে। আলেতন বিবির বাবা মেহের উদ্দিন মারা যাওয়ার আগে একমাত্র কন্যা সন্তানকে জমি দান হিসাবে লিখে দেন। ওই সময় মেয়ে আলেতন বিবির ৫ বছর বয়স হয়েছিল। জমি দান করার তিন বছর পর বাবা মেহের উদ্দিন মারা যায়। তারপরে মেহের উদ্দিনের আপন ভাই মনির উদ্দিন সেখ ভাইয়ের মেয়ে আলেতন বিবির সকল জমি দখল করে নিয়ে যায়। মনির উদ্দিন মারা যাওয়ার পরে তার ছেলে সেকেন্দার আলী শেখ, মোঃ ইউসুফ আলী শেখ, বজলুর রহমান শেখ, সোবহান শেখ, আনছার উদ্দিন শেখ বাবার মতো জমি দখল করে ঘর নির্মাণ করেছেন।
ভুক্তভোগী মৃত্যু আলেতন বিবির ছেলে নূর উদ্দিন শেখ বলেন, আমার মা মৃত্যু আলেতন বিবি পৈতৃক সূত্রে এই জমি পেয়েছেন। কিন্তু চিংড়াখালী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বজলুর রহমান শেখসহ তার পাঁচ ভাই মিলে ৫ একর জমি দখল করে তারা বাড়ি ঘর তৈরি করেছেন। কিন্তু এলাকাবাসী সালিশি বৈঠকের কথা বললে তারা বসতে রাজি হচ্ছে না। দখল ঠেকাতে আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি।
নূর উদ্দিন আরও বলেন, তাদের অত্যাচার থেকে বাঁচতে আমরা বাগেরহাট জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, থানা পুলিশের কাছে আবেদন করেছি। তারপরও তারা নিভৃত হচ্ছেন না। আমাকে এবং আমার সন্তানদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, মেরে কবরে পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন বজলুর রহমান শেখসহ তার স্বজনেরা। এই অবস্থায় আমরা নিরপত্তাহীনতায় ভুগছি।
চিংড়াখালী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুস ছোবাহান জানান, এ বিষয় পরিষদে লিখিত অভিযোগ পয়েছি। বহু বছর ধরে অসহায় নূর উদ্দিন শেখের জায়গা দখল রেখেছে আওয়ামীলীগ নেতা বজলুর রহমান শেখসহ তার পাঁচ ভাই। সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার যানা নেই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।