০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মোহনগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • প্রকাশিত ০৪:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান-চাল) ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলার হাওর অঞ্চলের একটি উপজেলা মোহনগঞ্জ এলএসডি খাদ্য গুদামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।

জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, আপদকালীন পরিস্থিতি মোকাবিলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করবে এবার থেকে। কৃষকরা যাতে সরকারি বিধিবিধান মেনে সরাসরি খাদ্য গুদামে ধান দিতে পারে, তার জন্য খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃষকদের হয়রানি করা হলে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।

সভায় আরও জানান, জেলার দশ উপজেলায় ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর চলতি বোরো মৌসুমে নেত্রকোনায় ৩৬ টাকা কেজি দরে অর্থাৎ ১৪০০ টাকা মণে মোট ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ মাল্টি পারপাস হল রুমে স্থানীয় কৃষকদের সাথেও এক মতবিনিময় সভা করে এ তথ্য জানিয়ে দেন তিনি। পাশাপাশি সিন্ডিকেট হলে দ্রুত জানানোর অনুরোধ করেন। সেইসাথে কৃষকদের নিয়ে যাতে কোনো সিন্ডিকেট বা হয়রানি না করা হয়, সেদিকে নজর রাখতে বলেন খাদ্য অধিদপ্তরের ডিজি।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

রাজউকের মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহ করায় গনমাধ্যম কর্মীকে আঘাত

মোহনগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

প্রকাশিত ০৪:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান-চাল) ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলার হাওর অঞ্চলের একটি উপজেলা মোহনগঞ্জ এলএসডি খাদ্য গুদামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।

জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, আপদকালীন পরিস্থিতি মোকাবিলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করবে এবার থেকে। কৃষকরা যাতে সরকারি বিধিবিধান মেনে সরাসরি খাদ্য গুদামে ধান দিতে পারে, তার জন্য খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃষকদের হয়রানি করা হলে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।

সভায় আরও জানান, জেলার দশ উপজেলায় ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট সময়সীমার মধ্যে এ বছর চলতি বোরো মৌসুমে নেত্রকোনায় ৩৬ টাকা কেজি দরে অর্থাৎ ১৪০০ টাকা মণে মোট ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ মাল্টি পারপাস হল রুমে স্থানীয় কৃষকদের সাথেও এক মতবিনিময় সভা করে এ তথ্য জানিয়ে দেন তিনি। পাশাপাশি সিন্ডিকেট হলে দ্রুত জানানোর অনুরোধ করেন। সেইসাথে কৃষকদের নিয়ে যাতে কোনো সিন্ডিকেট বা হয়রানি না করা হয়, সেদিকে নজর রাখতে বলেন খাদ্য অধিদপ্তরের ডিজি।
স্বদেশ বিচিত্রা/এআর