মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাট বীজ খামারের কর্মকর্তাদের অবহেলায় নষ্ট হতে চলেছে উত্তর ও দক্ষিণ ব্লকের প্রায় ২০ একর জমির ধান গাছ। রোপনের শুরু থেকেই অযত্নে বেড়ে উঠছে ধানের গাছ গুলো। পুরো জমি আগাছায় ছেয়ে গেছে। দেখার যেন কেউ নেই। পরে শ্রমিকদের দিয়ে আগাছা না তুলে ফার্মের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলামের একান্ত কাছের লোক নাজিম উদ্দীনের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগে পুড়েছে ২০ একর জমির ধান গাছ। এতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগাছা তোলার জন্য শ্রমিকদের একটা বরাদ্দ থাকলেও সেই টাকার কোন হদিস নেই। শ্রমিকদের যাতে টাকা দেওয়া না লাগে সেজন্য শ্রমিকদের কাজে না লাগিয়ে আগাছা পরিষ্কারের জন্য আগাছা নাশক কীটনাশক প্রয়োগ করে ফার্মের কর্মকর্তারা।
জানা গেছে, চলতি মৌসুমে চিৎলা ভিত্তি পাট বীজ খামারে ১২০ একর জমিতে আউস ধানের চারা রোপন করা হয়। জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় চিৎলা ফার্মের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলামের একান্ত কাছের লোক নাজিম উদ্দীন শ্রমিকদের পরামর্শ না নিয়ে তার ইচ্ছেমতো কীটনাশক মিক্স করে তা প্রয়োগের জন্য ফার্মের শ্রমিকদের দেন। কীটনাশক প্রয়োগের কয়েক দিনের মধ্যেই ধানের চারা গাছগুলো মরতে শুরু করে। তবে কি ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে কিছু জানানো হয়নি কর্মরত শ্রমিকদের।
অভিযোগ রয়েছে নিম্নমানের কীটনাশক ও সার যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম নাজিম উদ্দীনের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে তার একান্ত ডিলারের মাধ্যমে ফার্মে নিয়ে আসেন। আর সেই সার কীটনাশক ব্যবহার করায় দিন দিন কমেছে ফলন।
চিৎলা ফার্মে কর্মরত শ্রমিকরা বলছেন, ধানের জমিতে অনেক আগাছা জন্মায়, তাই নাজিম উদ্দীন তাদেরকে কীটনাশক প্রয়োগ করতে বলেন। সেই কীটনাশক ব্যবহার করার ফলে প্রায় ২০ একর জমির ধান গাছ নষ্ট হওয়ার পথে। কীটনাশকের বোতলের আলামত নষ্ট করার জন্য ধান গাছ মারা যাওয়ার একদিনের মাথায় তড়িঘড়ি করে নাজিম উদ্দীন বোতলগুলো পুড়িয়ে ফেলেন। কৃষকরা অভিযোগ করে বলেন, নাজিম উদ্দীনের অনুমতি ব্যতীত কোন কাজ করতে পারেন না ফার্মের উপ-সহকারী কর্মকর্তারা। নাজিমুদ্দিন এখানকার যুগ্ম পরিচালকের মত হাব-ভাব নিয়ে চলাফেরা করেন, এ ক্ষমতা দিয়ে রেখেছেন যুগ্ম পরিচালক স্যার মোর্শেদুল ইসলাম বলে জানান ফার্মের শ্রমিকরা।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নাজিম উদ্দীন ও উপ-সহকারী কর্মকর্তারা ফার্ম ছেড়ে পালিয়ে যান। বারংবার ফোন করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে চিৎলা ভিত্তি পাট বীজ খামারের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, বিষয়টি তদন্ত করে খতিয়ে না দেখা পর্যন্ত কিছু বলা যাবে না।
পরে সাংবাদিকরা কীটনাশকের বোতল সংগ্রহ করে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের কাছে নিয়ে গেলে তিনি বলেন, যে কীটনাশকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আগাছা নাশক। এই কীটনাশক বেশি ব্যবহার করলে ধান গাছের গোড়ায় ধীরে ধীরে পচন ধরে। বিষয়টি সম্বন্ধে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর।
১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাবুল হক
মেহেরপুরের চিৎলা বীজ খামারে আগাছা নাশক প্রয়োগে নষ্ট হচ্ছে ২০ একর জমির ধান
Tag :
মেহেরপুরের
জনপ্রিয়