দেশ আমাকে মুগ্ধ করে, আমি না হয় গাঁয়ের
এদেশ আমার জন্মভূমি এদেশ আমার মায়ের।
সোনার ফসল মাঠ ভরে যায়, মন কেড়ে নেয় হেসে
শত জনম কেটে যাবে এ দেশ ভালোবেসে।
মা আমাকে দেশ চিনালে পাঠের ফাঁকে ফাঁকে,
আমায় নিয়ে হারিয়ে যেত অথৈ নদীর বাঁকে।
আঁকাবাঁকা মেঠোপথে চোখ বাঁধানো জুটি,
ঘর পেরিয়ে মাঠ ছড়াতাম যখন পেতাম ছুটি।
কেওড়া বনের উথাল-পাতাল, ঢেউয়ের ছলাকলা
মা আমাকে রোজ শিখাতো দেশের হয়ে চলা।
ইচ্ছে হলেই ঘুরে বেড়ায় দেশের পথে-কূলে,
কেমনে আমি থাকতে পারি এ দেশটাকে ভুলে!
জল-অরণ্যে, সবুজ গাঁয়ে আমার এ দেশ সেরা
চারদিকে রূপ সমাহার, প্রেম-মমতায় ঘেরা ।
দেশটা নিয়ে চর্চা হলে শেষ হবে না কভু
নিজের হাতে সুনিপুণে সাজিয়েছেন প্রভু।