রাজধানী ঢাকায় ৭নং ওয়ার্ডের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত(কম্বল) বিতারণ করা হয়।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১.০০ টায় মিরপুর ২নং সেকশনে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি আয়োজিত হয়। শীতবস্ত বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, ঢাকা ১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ৭নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন, গাজী আলমগীর, মিরপুর থানা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক এম,কে উদ্দিন রাজা,কামরুল চৌধুরী সহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেত্রী বৃন্দ এবং ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা। কম্বল বিতারণের পূর্বে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা দেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতারণ করেন।