কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ও ঢাকী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল্লাহ মিয়ার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তিনি বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন ঢাকী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও মিঠামইন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এই কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরণের উদ্যোগকে এলাকাবাসীও সাধুবাদ জানিয়েছেন।