০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

মিছে দুনিয়া আসমা উল হুসনা

  • প্রকাশিত ১২:১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

আমি যখন রইব না কো
রাখবে না কেউ মনে,
এত আদর, এত সোহাগ
মিশে যাবে ধূলির সনে।

কত দিনের মনের কালি
জমা যে এই বুকে,
শত দিনের স্বপ্নকলি
মরলো ধুঁকে ধুঁকে।

আসলো না কেউ আপন হয়ে,
রাখল না কেউ কথা দিয়ে—
অনল জ্বালায় হৃদয় পুড়ে,
বিধির লিখায় ভাগ্য ঘুরে।

আশার পাখি কেঁদে কেঁদে
যায় রে উড়ে যায়,
প্রেমের দাওয়াই মিলল না রে,
তাকেই ভুলে যায়।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক:

মিছে দুনিয়া আসমা উল হুসনা

প্রকাশিত ১২:১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আমি যখন রইব না কো
রাখবে না কেউ মনে,
এত আদর, এত সোহাগ
মিশে যাবে ধূলির সনে।

কত দিনের মনের কালি
জমা যে এই বুকে,
শত দিনের স্বপ্নকলি
মরলো ধুঁকে ধুঁকে।

আসলো না কেউ আপন হয়ে,
রাখল না কেউ কথা দিয়ে—
অনল জ্বালায় হৃদয় পুড়ে,
বিধির লিখায় ভাগ্য ঘুরে।

আশার পাখি কেঁদে কেঁদে
যায় রে উড়ে যায়,
প্রেমের দাওয়াই মিলল না রে,
তাকেই ভুলে যায়।