আমি যখন রইব না কো
রাখবে না কেউ মনে,
এত আদর, এত সোহাগ
মিশে যাবে ধূলির সনে।
কত দিনের মনের কালি
জমা যে এই বুকে,
শত দিনের স্বপ্নকলি
মরলো ধুঁকে ধুঁকে।
আসলো না কেউ আপন হয়ে,
রাখল না কেউ কথা দিয়ে—
অনল জ্বালায় হৃদয় পুড়ে,
বিধির লিখায় ভাগ্য ঘুরে।
আশার পাখি কেঁদে কেঁদে
যায় রে উড়ে যায়,
প্রেমের দাওয়াই মিলল না রে,
তাকেই ভুলে যায়।