১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

  • প্রকাশিত ০৫:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) রাতে জেলার রাজৈর উপজেলার রাজৈর বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২ এপ্রিল রাজৈর উপজেলার কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফুটানো নিয়ে কিশোরদের দুই পক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন এর জের ধরে গত ৩ এপ্রিল সকালে জোবায়ের নামের এক কিশোরকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয় প্রতিপক্ষ কিশোররা।

এ ঘটনায় জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েতকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কিশোরদের মারামারি ও মামলার ঘটনায় দুটি গ্রুপ হয়ে যায়। শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। এসময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র দিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে।

এসময় রাজৈর বেপারীপাড়ার মোড়ের বাজারের কয়েকটি দোকানপাট লুট ও ভাংচুরের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি ও তদন্ত ওসিসহ কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে; ভারি যানবাহন চলাচল বন্ধ

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

প্রকাশিত ০৫:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) রাতে জেলার রাজৈর উপজেলার রাজৈর বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২ এপ্রিল রাজৈর উপজেলার কুন্ডুপাড়ার ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফুটানো নিয়ে কিশোরদের দুই পক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন এর জের ধরে গত ৩ এপ্রিল সকালে জোবায়ের নামের এক কিশোরকে পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয় প্রতিপক্ষ কিশোররা।

এ ঘটনায় জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদি হয়ে জুনায়েতকে প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কিশোরদের মারামারি ও মামলার ঘটনায় দুটি গ্রুপ হয়ে যায়। শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। এসময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র দিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে।

এসময় রাজৈর বেপারীপাড়ার মোড়ের বাজারের কয়েকটি দোকানপাট লুট ও ভাংচুরের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই ওসি ও অন্তত ১০ পুলিশ কর্মকর্তা-সদস্যসহ ২৫ জন আহত হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি ও তদন্ত ওসিসহ কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।
স্বদেশ বিচিত্রা/এআর