মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় দুগ্ধপোষ্য দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক মা। আজ বুধবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধে তাদের হত্যা করেন তিনি। হত্যার পর সন্তানদের পাশেই বসে থাকেন মা তাহমিনা আক্তার। বাড়ির লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, শহরের লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পতির দুই শিশুসন্তান। একজন তিন বছর বয়সী জান্নাত, অপরজন এক বছর বয়সী মেহেরাজ। স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়ার বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।তার চিকিৎসা চলছিল।
বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে জান্নাত ও মেহরাজকে শ্বাসরোধ করে হত্যা করেন। বাড়ির লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়।
মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙে মশারি টাঙানো অবস্থায় খাটের ওপর ওই দুই শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুর দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে দুই কন্যাশিশুকে গলা টিপে হত্যা করে পাশে বসে ছিলেন মা
Tag :
জনপ্রিয়