বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৫.০৫ ডিগ্রি সেলিসিয়াস।
আবহাওয়া অফিস সূত্র জানায়, ভোর থেকেই গুঁড়ি গুঁিড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে বাড়ে বাতাসের তীব্রতাও। বৈরী আবহাওয়ার কারণেই স্থবিরতা বিরাজ করছে জনজীবনে। জরুরি প্রয়োজনছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিকশাচালক, শ্রমিকসহ খেটে খাওয়া মানুষেরা। রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও তেমন খোলেনি। অনেকই ঘরবন্দি হয়ে পড়েছেন। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহিম সান্টু জানান, গত ২৪ ঘন্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমান বাড়তে পারে। ঘন্টায় ঘন্টায় বাতাসের গতিবেগ পরিবর্তণ হচ্ছে। তবে, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে।