রক্সী খান মাগুরা স্বদেশ বিচিত্রা : মাগুরায় পরিত্যাক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা মাগুরা টেক্সটাইল মিলের জমিতে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবী জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। সোমবার সকালে শহরের কলেজ পাড়ার দলীয় কার্যালয়ে জেলা কংগ্রেসের আলোচনা সভায় এ দাবি জানায় নেতাকর্মীরা।
জেলা কংগ্রেসের আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাচ্চু চোপদারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার আহŸায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ কাজল ইসলাম, খোকন চোপদার, রেজাউল আলম, গোলাম নবী, ফরিদ হোসেন, মুকিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। পরিত্যক্ত টেক্সটাইল মিলের বিশাল জায়গা এই প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত স্থান হতে পারে। এখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে সরকারের টাকা অনেক কম খরচ হবে। এবিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
এদিকে পরিত্যাক্ত অবস্থায় দীর্ঘদিন বন্ধ থাকা মাগুরা টেক্সটাইল মিলের জমিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার শহরের ভায়নার মোড়ে বিশাল মানববন্ধন, গণসাক্ষর কর্মসুচি পালন করবে মাগুরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটি।
স্বদেশ বিচিত্রা/এআর