মহাখালী সাততালা আদর্শনগর চৌধুরীপাড়া, উত্তর বাউন্ডারি -পূর্ব বাউনডারি বস্তি, পোড়া বস্তি, স্টাফ কোয়ার্টার মহল্লা চলছে সরাকারি খাতে অনিয়ম
সম্প্রতি বিএনপি বনানী থানা আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল মোঃ খালেক দর্জি গ্রামের বাড়ি বরিশাল,
সাবেক সদ্য মাদক ব্যবসায়ী ইয়াবার ডিলার,বিগত ৫ আগষ্টের পর থেকে হতদরিদ্র পরিবারের কালো ছায়া নেমে আসে। ক্লাবের ভিতরে সাধারণ জনতাকে ঢেকে এনে বিচারে সাদা ষ্ট্যাম্প স্বাক্ষর করা। সম্প্রতি বনানী থানা মামলা এফেয়ার হয়। বাংলাদেশের সর্বোচ্চ সরকারী তথ্য অনুসন্ধান কর্মকর্তার গায়ে হাত, আইডি কার্ড দেখানোর পরও!!! সেই সূত্রে র্যাব বাহিনী টিম খালেককে বনানী থানা আটক করে এবং চালান করে, তার যোগান দাতা রফিকুল ইসলাম ওরফে ফরমা রফিক,(৪৫) আদর্শ নগর বস্তির সভাপতি শাহাজাহান(৪৫)বিল্লাল (৪৫), সামীম (৪০), হামীম (৩৫)
সামীম নিয়ন্ত্রণ বিগত সরকারের আমলে এখন তারই ছোট ভাই হামীম চলমান ক্ষমতা প্রয়োগ করে।
তার লোকবল ক্ষমতা প্রয়োগ করে সাধারণ জনতার সাথে অনিয়ম চালিয়ে যাচ্ছে। পানি,বিদ্যুৎ, গ্যাস, সিসি ক্যামেরা থেকে অর্ধ কোটি টাকা লুটপাট করে খাচ্ছে। বিগত পনর বছর ইতিহাস গুলিতে ওরাই নিয়ন্ত্রণ ছিলো। এখন বিএনপি সাথে একত্রেই পথ চলা শিখছেন নতুন রুপে নতুন মডেল!!!
সাধারণ জনগণ তার ভয়ে আৎম্ক বিরাজ করছে।
রতন (৫০) আগে হোটেল ব্যবসায়ী ছিলো এখন হোটেল ব্যবসায় বন্ধ করে দিয়েছে, ইয়াবা, গাঞ্জা সেবনকারী, সুলতান (৫২) বরিশাল, দীর্ঘ দিন যাবৎ এলাকায় থাকায় তারই ক্রমান্বয়ে অনেক অনেক তথ্য উন্মোচন হবে, দুলাল, রানা, সুমি সাততালা পূর্ব দিক পোড়া বস্তি স্টাফ মহল্লা, বিদ্যুৎ গ্যাস নিয়ন্ত্রণ করে। এলাকার তথ্যানুসন্ধান করে আরও আরও বিষয় গুলি জানা যায়। পোড়া বস্তি ওপেন ইয়াবা, গাঞ্জা ব্যবসায়। সাধারণ জনতা ভয়ে কোন কিছুই বলতে পারেনা।
০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
স্টাফ রিপোর্টারঃ
মহাখালী সাততালা বস্তি পানি,বিদ্যুৎ, গ্যাস সরকারি খাতে চালাচ্ছে অনিয়ম
Tag :
জনপ্রিয়