রাজধানীর মতিঝিল থানার উদ্যোগে ০৮ নং ওয়ার্ডে এক বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, চাঁদাবাজি প্রতিরোধসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিট নং-০২ (কমলাপুর), ওয়ার্ড নং-০৮ এর দায়িত্বপ্রাপ্ত বিট ইনচার্জ মোঃ সালাউদ্দিন ও ডিউটি অফিসার বৈঠকে উপস্থিত থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে নানা কার্যক্রম তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন এবং ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম রনি। তাঁরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় পুলিশ ও সাধারণ জনগণের যৌথ উদ্যোগই পারে একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে।
এছাড়াও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা বৈঠকে অংশ নেন এবং পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে মতিঝিল থানা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এলাকার সাধারণ মানুষ জানান, এ ধরনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।